সুমন কেমন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৫ মে, ২০১৬, ০৪:৫৩:৩১ বিকাল
সুমন কেমন?
ও খুব চালাক, বেশ সেয়ানা, একেবারে ধূর্ত শেয়াল
নাহ, সেতো বোকা বোকা--ডাকলেও করে না খেয়াল!
সুমন কেমন?
হালায় বেশি খায়, গাছেরটা খায়, তলারটাও কুড়ায়
নাহ, ওতো খায় কম, বাজার করে না, কিপটা হালায়
সুমন কেমন?
অরে ঠিক বুঝা যায় না, কেমন জানি---
ওতো নোয়াখাইল্যা, পানিরে কয় হানি!
সুমন কেমন?
ও মিনমিনা-ভিজাবিড়াল একনম্বরের পলিটিশিয়ান
নাহ, ওতো দুইপাশে খেলে, ও আসলে পল্টিশিয়ান
সুমন কেমন?
নামে সুমন আসলে কুমন, প্যাটের মধ্যে জিলাপির প্যাঁচ
ও একটু স্ট্রেট-ফরোয়ার্ড, খেলে ভালো জেতে না ম্যাচ
সুমন কেমন? যার কাছে যেমন
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চাঁদের আলো
কারেন্ট গেলে
চেরাগ জালো
মন্তব্য করতে লগইন করুন