আসল মানুষ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ মে, ২০১৬, ০৬:৪৮:৩৬ সন্ধ্যা
পিরামিড বানিয়েছে কারা?
পিঁপড়ের মতো পরিশ্রমী মানুষেরা।
মাচুপিচু বানিয়েছে কারা?
মৌমাছির মতো মজলুম মানুষেরা
তাজমহল বানিয়েছে কারা?
তেজিঘোড়ার মতো তেজী মানুষেরা।
গ্রেটওয়াল বানিয়েছে কারা?
গাঁধার মতো গ্রেট মানুষেরা।
সুয়েজখাল, বার্জখলিফা, গোথার টানেল
ঘামে-রক্তে বানালো যারা!
গোল্ডেনগেট, এম্পায়ারস্টেট, কলোসিয়াম
বানালো যারা, আসল মানুষ তারা!
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন