বেতন পাবার দিন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ এপ্রিল, ২০১৬, ০৪:১৫:২৩ বিকাল
একটু পরেই পকেট ভরে যাবে
হট মেজাজটা কুল হয়ে যাবে,
আহারে কি আনন্দ, কি মজা!
বাচ্চাকে বলবো, বলো কি চাই?
আইসক্রিম মিমি মন্ডা-মিঠাই
নাকি নিয়ে আসবো তিলের খাজা
বউকে বলবো, আনো তোমার লিস্ট!
আজকে হবে বারো-ব্যঞ্জনে ফিস্ট
আজকে আমি দুনিয়ার রাজা!
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিহিহি
একদিনে ই বারো পদের খানা??
বাকি দিন গুলোর কি হপে তবে!"
মন্তব্য করতে লগইন করুন