মশা মশা কত্ত মশা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৬:১৫ বিকাল
মশা মশা কত্ত মশা
মশা মশাইর কানও ঠসা
কিচেন ড্রইং বেডরুমে যাই
যায় না কোথাও একটু বসা
মোটকু মশা পাতলু মশা
বেহেড মাতাল ফালতু মশা
বারান্দা বা ওয়াশরুমে যাই,
মশার কাছে আমি যেন
আস্ত একটা কচি শশা
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন