একটা দুষ্টুগান

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ জানুয়ারি, ২০১৬, ০৫:৪৮:০৬ বিকাল

নাকের জ্বালায় চোখে দেখি নারে মামা

নাকের জ্বালায় চোখে দেখি না।।

নাক হয়েছে এতো মোটা,

তারোপরে আঁচিল-গোটা

মোটা-ফ্রেমের চশমা আঁটা

একটা কাঁচে খিরাই-ফাঁটা;

চোখের আর দোষ দিবো কি

হয়ে গেছি দিনকানা।।

নাকের জ্বালায় চোখে দেখি নারে মামা

নাকের জ্বালায় চোখে দেখি না।।

নাক হয়েছে বেশ হৃষ্টপুষ্ট

জায়গা রাখে নাই রে দুষ্ট

গলায় ফুলায় বুক-পিষ্ঠ

থাকছে না আর শান্ত-শিষ্ঠ;

ভাবছি এখন বসে বসে

নাক দিয়ে দেখা যায় কিনা।।

নাকের জ্বালায় চোখে দেখি নারে মামা

নাকের জ্বালায় চোখে দেখি না।।

বিষয়: বিবিধ

৮২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357893
২৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সত্য বলেছেন!!
জাতি এখন তেমন কসরত-ই করছে!!
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৮
298167
সুমন আখন্দ লিখেছেন : ওয়া আলাইকুমসালাম Praying
357950
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খোঁচাটা কি "তোমরা যারা" হুজুর কে দিলেন???
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৮
298168
সুমন আখন্দ লিখেছেন : আমি আমাকেই খোঁচাই, রক্তাক্ত হই Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File