ফুটানি কইরেন না, সবারই ফুটা আছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ জানুয়ারি, ২০১৬, ০২:০৪:২৮ দুপুর
ফায়েফুঁ ফুঁয়েফা হাউ ফানি
বেড়ে যাচ্ছে ফুটানি।।
ফুল ফুটে বোমা ফুটে
ঘাড় ফুটে হাড় ফুটে
ফুট ফুট ফুটানি---
নাকানি-চুবানি
তবু বাড়ছে ফুটানি।।
ফায়েফুঁ ফুঁয়েফা হাউ ফানি
বেড়ে যাচ্ছে ফুটানি।।
নাক ফুটা কান ফুটা
হাঁড়ি ফুটা বাড়ি ফুটা
ফুটাঙ্গিরি ফুটানি---
হাউ ফানি হাউ ফানি
বেড়ে যাচ্ছে ফুটানি।।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন