দুটো ভাংতি কবিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৩:১১ সকাল
লে হালুয়া!
শাসন শুনতে শুনতে
কান নষ্ট হয়ে যাচ্ছে---
শাসন দেখতে দেখতে
চোখ অন্ধ হয়ে যাচ্ছে---
শাসন মানতে মানতে
শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে---
লে হালুয়া!
০২।
দৃষ্টিসীমা কমে গেছে কুয়াশায়---
বন্ধুসীমা থেমে গেছে হতাশায়---
তবু
সহ্যসীমা বাড়িয়েছি সুআশায়!
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুমিন কখনো হতাশ হয়না!!
ইবলিসের নামটাই হতাশা(বালাসা) থেকে!!
মন্তব্য করতে লগইন করুন