ডা মিলন, তুমি মরলে শুধুশুধু
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ নভেম্বর, ২০১৫, ০৬:৪২:৪৮ সন্ধ্যা
ডা মিলন, সবই বৃথা আস্ফালন!
তুমি মরলে শুধুশুধু
ঘুরে-ফিরে যেই লাউ সেই কদু,
ফুটন্ত কড়াই হতে নেমে আমরা এখন চুলায়
গণতন্ত্র মরেছে ধুলায়,
চলছে একলাতন্ত্র--
আরও চতুর হয়েছে মানুষ মারা যন্ত্র!
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলছে একলাতন্ত্র--
আরও চতুর হয়েছে মানুষ মারা যন্ত্র!
সুন্দর বলেছেন।
লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন