সুমেরিক

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ নভেম্বর, ২০১৫, ০৬:০৮:৩২ সকাল

এক মণে চাপাও দশ মণ

যতই তুমি করো দমন!

দাবাতে পারবা না

নিভাতে পারবা না

ঘরে ঘরে জ্বলছে সুমন!

০২

হাসিনা জানে কিনা জানিনা,

আমরা কিন্তু অনেকদিন মনখুলে হাসি না, প্রাণখুলে বলি না!

আমরা মানে কতিপয় আধদামড়া না অথবা দড়িছেঁড়া আবাল না,

আমরা মানে যারা একলাতন্ত্র মানি না!

০৩.

আজান দেয়ার লোক নাই বলে ওয়াক্ত হলে নামাজ পড়বো না, এমন অজুহাত আমি খুঁজি না। শক্তিশালী বিরোধীদল নাই বলে সরকারের সবকাজ মাথা নুয়ে মেনে নেবো--- কেন? অযৌক্তিক কাজগুলো আনচ্যালেঞ্জড ছেড়ে দিবো কেন?

০৪.

আমি জানি এমন অনেকেই আছেন, আওয়াজ তুলতে থাকেন! একসময় আমাদের কন্ঠ গুলির হম্বিতম্বিকে আর্তনাদ বানাবে।

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351336
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৫৪
রক্তলাল লিখেছেন : will not go in vain!
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৫
291661
সুমন আখন্দ লিখেছেন : Happy>-
351344
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৫
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : তা হলেত এসব ব্লগও বন্ধ করে দেবে সরকার।
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৬
291662
সুমন আখন্দ লিখেছেন : যতই তুমি করো দমন!

দাবাতে পারবা না

নিভাতে পারবা না

ঘরে ঘরে জ্বলছে সুমন!
351380
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই জন্যই সুমন স্যারকে পছন্দ করি মজা করে প্রতিবাদ করতে পারেন....,

অনেক দিনই হলো মনে খুলে হাসিনা
অনেক দিনই হলো উচ্চস্বরে কাদিনা...
রাজনিতির ময়দান কাঁপানো আওয়াজগুলো আক্রান্ত...দম্ব ভাইরাসে...এন্টিবায়োটিক ওয়ালারা এখনো দিধ্বা দন্ধে... অনেক ধন্যবাদ মনসুমন স্যার। পিলাচ পিলাচ পিলাচ
২৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৫
291905
সুমন আখন্দ লিখেছেন : [-o শুকরিয়া
351385
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপেক্ষায় আছি সেই দিন এর।
২৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৫
291906
সুমন আখন্দ লিখেছেন : Waiting কাঁদ কেনে মন?
351392
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমি জানি এমন অনেকেই আছেন, আওয়াজ তুলতে থাকেন! একসময় আমাদের কন্ঠ গুলির হম্বিতম্বিকে আর্তনাদ বানাবে।

Thumbs Up Thumbs Up Rose Praying Praying
২৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৬
291907
সুমন আখন্দ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম
Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File