সুমেরিক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ নভেম্বর, ২০১৫, ০৬:০৮:৩২ সকাল
এক মণে চাপাও দশ মণ
যতই তুমি করো দমন!
দাবাতে পারবা না
নিভাতে পারবা না
ঘরে ঘরে জ্বলছে সুমন!
০২
হাসিনা জানে কিনা জানিনা,
আমরা কিন্তু অনেকদিন মনখুলে হাসি না, প্রাণখুলে বলি না!
আমরা মানে কতিপয় আধদামড়া না অথবা দড়িছেঁড়া আবাল না,
আমরা মানে যারা একলাতন্ত্র মানি না!
০৩.
আজান দেয়ার লোক নাই বলে ওয়াক্ত হলে নামাজ পড়বো না, এমন অজুহাত আমি খুঁজি না। শক্তিশালী বিরোধীদল নাই বলে সরকারের সবকাজ মাথা নুয়ে মেনে নেবো--- কেন? অযৌক্তিক কাজগুলো আনচ্যালেঞ্জড ছেড়ে দিবো কেন?
০৪.
আমি জানি এমন অনেকেই আছেন, আওয়াজ তুলতে থাকেন! একসময় আমাদের কন্ঠ গুলির হম্বিতম্বিকে আর্তনাদ বানাবে।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাবাতে পারবা না
নিভাতে পারবা না
ঘরে ঘরে জ্বলছে সুমন!
অনেক দিনই হলো মনে খুলে হাসিনা
অনেক দিনই হলো উচ্চস্বরে কাদিনা...
রাজনিতির ময়দান কাঁপানো আওয়াজগুলো আক্রান্ত...দম্ব ভাইরাসে...এন্টিবায়োটিক ওয়ালারা এখনো দিধ্বা দন্ধে... অনেক ধন্যবাদ মনসুমন স্যার। পিলাচ পিলাচ পিলাচ
>-
মন্তব্য করতে লগইন করুন