আমি এমন কেন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:৫৩ সকাল
আমি এমন কেন? আমি এমন কেন?
পাগল পাগল কেমন যেন!
কুড়োল চালাচ্ছি
চপাচপ কোপ মারছি, নিচে দেখি আমার পাও!
নাও বাইছি,
ছপাছপ বৈঠা মারছি, দেখি লগিতে বান্ধা নাও!
আমি এমন কেন? আমি এমন কেন?
পাগল পাগল কেমন যেন!
ডাল কাটছি
কাটকাট দাও মারছি, ডালেই আমি বসে আছি!
কবিতা লিখছি
ঝটাঝট পোস্ট করছি, লেখার লাশে পড়ে না মাছি!
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাছি না পড়লেও মৌমাছি তো আসে!!!
মন্তব্য করতে লগইন করুন