শিঙ দরকার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ নভেম্বর, ২০১৫, ০৯:০৭:২৮ রাত
গুতাগুতি করার জন্য শিঙ দরকার। সেই শিঙ হরিনের মতো শাখা-প্রশাখায় হলে হবে না; মহিষের মতো বেকানো হলে হবে না; ভেড়ার মতো পেচানো শিঙ হলে হবে না; গরুর মতো খাড়া হলেও হবে না; গন্ডারের মতো একটা শিঙ দরকার, যেইটা নামের আগে "ড." হিসেবে থাকবে! সামনে যা-ই পড়ুক, গুতাইয়া সব ফারদাফাই করে ফেলতে হবে!
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন