ভাংতি বচন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩১ অক্টোবর, ২০১৫, ০৫:৫৮:০৮ বিকাল
মরা হতে বাচা ভাল যদি সুইসাইড খায়,
বাচা হতে মরা ভাল যদি ক্যানসারে পায়,
আগে হতে পিছে ভাল যদি লাঠিচার্জ হয়,
পিছে হতে আগে ভাল যদি রিলিফ দ্যায়।
বাঁয়ে হতে ডাইনে ভাল যদি জোশ আসে
ডাইনে হতে বাঁয়ে ভাল যদি জিএফ হাসে,
হাসা হতে কাঁদা ভাল যদি ন্যাকা হয়
কাঁদা হতে হাসা ভাল যদি ছ্যাকা খায়।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন