আওয়ামীলীগ কি চায়? দেশে এক দল থাকবে...! এক মত থাকবে...!! এক নীতি থাকবে...!!!
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ মার্চ, ২০১৩, ০৭:৪৩:৫৮ সকাল
এ দেশে, এ মাটিতে এখন হতে শুধু লালরঙা ফুল ফুটবে
এ দেশের আকাশসীমা সারাবছর নীল হয়ে থাকবে,
নদীর পানিরও একটা কালার চাই- এভাবে বর্ণহীন- গন্ধহীন থাকা চলবে না, সবুজ পাতার গাছ ছাড়া আর কিছু হতে পারবে না--অবস্থাদৃষ্টে মনে হয় দেশে এক দল থাকবে! এক নায়িকা থাকবে আর কোন বৈচিত্র্য থাকতে পারবে না!!
নিরীহ নৃবিজ্ঞানীর দল, ভাগো!
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন