জ্যাক অব অল ট্রেডস
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ অক্টোবর, ২০১৫, ০৬:১৩:৪৮ সন্ধ্যা
একসময় নিজেরে ক্রিকেটার মনে হতো,
কেমনে ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায়--
ভাবতে ভাবতে মন ছুটে গেল!
একসময় নিজেরে নায়ক-নায়ক মনে হতো,
সাল্লুর মতো বডি বানাতে বানাতে
প্রথমে হাত, পরে পা ভেঙে গেল!
একসময় নিজেরে মেধাবী মনে হতো,
আরও কি করে মেধায় ধার দেয়া যায়
ভাবতে ভাবতে সময় পেরিয়ে গেল;
একসময় নিজেরে প্রমিজিং মনে হতো
এত প্রতিভা কই রাখি?
চিন্তায় চিন্তায় বয়স চলে গেল!
ইদানিং নিজেরে কবি-কবি মনে হয়
কি করে আরও কবিতা ফলানো যায়,
এই ধান্ধায় দিন যায়, রাত যায়!
রিসেন্টলি নিজেরে গায়ক-গায়ক লাগে
একতারা-দুইতারা লইয়া
পাচতারার আশেপাশে যেতে মন চায়---
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাই দ্যা ওয়ে - আপনি তো শাবিপ্রবিতে - তাই না ? জাফর স্যারের লেটেস্ট আপডেট কি ? ঐ ঘটনার পর থেকে মাস খানেক ঝিম মেরে আছেন মনে হয় ।
চমৎকার মিলিয়েছেন, পাচতারার আকাশ ভালো তবু ব্ল্যাকহোলে যাইয়েন না!
শুকরিয়া
আর যা-ই হন, "বুদ্ধিজীবি" হওয়া থেকে দূরে থাকুন!
মন্তব্য করতে লগইন করুন