ও করেছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১১ অক্টোবর, ২০১৫, ০২:২৬:৩৩ দুপুর
ভালো যা সব আমার করা
খারাপটা সব ওর,
আমি যদি না জাগি তো
কেমনে হতো ভোর!
বিদেশী-খুন ও করেছে
দেশে গুম ও করেছে
জঙ্গি তৈরি ও করেছে
ভোট চুরি ও করেছে
ও করেছে ও করেছে
খারাপ সবই ও করেছে!
লুটপাট ও করেছে
গড়েরমাঠ ও করেছে
অনুন্নয়ন ও করেছে
কোরাপশন ও করেছে
ও করেছে ও করেছে
খারাপ সবই ও করেছে!
লোড-শেডিং ও করেছে
গন-কিলিং ও করেছে
ক্রশফায়ার ও করেছে
বোমা-হায়ার ও করেছে
ও করেছে ও করেছে
খারাপ সবই ও করেছে!
ভালো যা সব আমার করা
আই এ্যাম ডুইং মোর,
দেশে আমি একাই সাধু
বাদবাকি সব চোর!
বিষয়: সাহিত্য
৭৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আই এ্যাম ডুইং মোর,
দেশে আমি একাই সাধু
বাদবাকি সব চোর!
খারাপ সবই ও করেছে!
মন্তব্য করতে লগইন করুন