ছাগলে কামড়াইলে মানুষ বাচে না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪০:৪০ বিকাল
বাঘে গুতাইলে আমি গরু হবো
গরুর ভাষণ শুনে বরফ-পানি হবো
পানিতে পোড়াইলে হুতুম-পেচা হবো
পেচায় হাসাইলে আমি মরে যাব,
পেচায় তো আসলে হাসে না!
ছাগলে কামড়াইলে মানুষ বাচে না!
আরে, ছাগলে কামড়াইলে মানুষ বাচে না!!
শামুকে দৌড়াইলে আমি পাগল হবো
পাগলে ফুক দিলে মেঘে উড়ে যাব,
মেঘে ডুবাইলে না হয় কুমিড় হবো
কুমিড়ে নাচাইলে আমি মরে যাব,
কুমিড়ে তো আসলে নাচে না!
ছাগলে কামড়াইলে মানুষ বাচে না!!
আরে, ছাগলে কামড়াইলে মানুষ বাচে না!!
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন