যেন নষ্ট না হই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০২:৪৩ সন্ধ্যা
নীল আকাশের মতো
প্রিয় মধূর মতো
খাটি দুধের মতো
পবিত্র ফেরেস্তার মতো না হলেও
আমি যেন পচা আলুর মতো নষ্ট না হই!
দিনকানা পেচার মতো
পথভোলা পথিকের মতো
অন্ধকারে অন্ধের মতো
এখানে ওখানে হাত বাড়াই
কিছু নষ্ট নমুনা পষ্ট দেখতে পাই
কষ্ট করেও তবু ভালো থাকতে চাই!
আলোলোভা পতঙ্গের মতো
হুজুগে জাগা শেয়ালের মতো
প্রলোভনে পড়া মাতালের মতো
আলেয়ার পিছে ছুটে যেন দিকভ্রান্ত না হই
আপেল না হতে পারলেও যেন মাকাল না হই!
চোরা সাধুর মতো
ভন্ড বাবার মতো
ফিটফাট বসের মতো
কিছু নষ্ট নমুনা পষ্ট দেখতে পাই
এমন যেন না হই!
খাই বা না-খাই ভালো থাকতে চাই!
হে আল্লাহ তোমার সাহায্য চাই!
বিষয়: সাহিত্য
১০৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালা তাঁদের সাহায্য করুন যাঁরা ভালো থাকতে চান.....
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
মন্তব্য করতে লগইন করুন