পেয়াজখোর
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ আগস্ট, ২০১৫, ১২:৪১:০৩ দুপুর
আজ আর কবিতা না; পেয়াজ নিয়ে গিন্নীর মেজাজ খারাপ। দামী পেয়াজ এবং সুন্দরী-বউয়ের ঝাঝ সব মিলিয়ে বাজে অবস্থা। আমারও বাজে অভ্যাস, সবকিছুতে একটু না খেলে হয় না; বীফের সাথে পেয়াজ চাই, চিকেন, মাটনে চাই, এমনকি মাছ হলেও পেয়াজ চাই! পেয়াজু-সিঙ্গারার সাথে পেয়াজ চাই, মুড়ি খেলে পেয়াজ চাই। ভর্তা, ভাজি, ভুনা, চচ্চরিতে পেয়ারের পেয়াজ ছাড়া চলে কি করে! বাজে অভ্যাসটি বানিয়েছিলাম ব্যাকপেইনের সময়, একজন বিশেষজ্ঞ ডাক্তার বললেন, 'কাচা পেয়াজ আর খাটি সরিষার তেল লবন দিয়ে চটকে প্রতিবেলা খাবেন।' তখন পেয়াজের দাম কম ছিলো বলে বউও আমাকে পেয়াজকুচি করে পরিবশেন করতো; এখন ব্যাকপেইন গেছে বাট বাজে অভ্যাসটি রয়ে গেছে, এবং এখন পেয়াজমামার দাম বেড়েছে তাই কুচি দূরে থাক আছেলাও জোটে না। পোটলা বেধে নাদুসনুদুস পেয়াজগুলো কোথায় লুকায় আমার খুজে পেতে কষ্ট হয়, তবু পেয়াজ আমার চাই! সবসময় চাই না, এই মাঝে মাঝে ভাজাপোড়া খাবার সময়, লাঞ্চ বা ডিনারের সময়, সকালের পান্তা খাবার সময়।
একটা বিষয় খেয়াল করলাম বাজারে যত পেয়াজের দাম বাড়ছে, অতই যেন মাথার মধ্যে একটা পেয়াজখোর জেগে উঠছে।
একটা জিনিস ভেবে দেখলাম আমার প্রতিটা হাবিজাবি লেখার পেছনে পেয়াজের প্রেরণা আছে।
আরেকটা ব্যাপার চিন্তা করলাম, পেয়াজের দাম যাই হোক না কেন, পেয়াজ ছাড়া আমার চলবে না। না না কিছুতেই চলবে না।।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু পেঁয়াজ সেল করে বাড়তি আয়ের অইডিয়াও আমার মাথায় উদয় হয়েছে। :-P নেবেন নাকি? আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিমুনে...
যতই লেখেননা কেন পিয়াজ নিয়ে গদ্য,রচনা গান
পিয়াজ ছাড়া জুড়াবে না কিন্তু আপনার গিন্নী পরান
মন্তব্য করতে লগইন করুন