সুজয় ঘোষের 'অহল্যা' দেখে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ আগস্ট, ২০১৫, ১১:৫১:১৬ সকাল
যখন কেদেকেটে ক্লান্ত হবে বুড়ো-আকাশ
বৃষ্টিশূন্য হবে মেঘমেয়ে অহল্যা
তখন গভীর চুমুতে আমার
আবার জেগে উঠতে পারে বিদ্যুল্লতা;
যখন গুরুগুরু শীৎকারে আহ্লাদী অহল্যা
বিছানার প্রাচ্য ও পাশ্চাত্যে এপাশ-ওপাশ
ভাদ্রের ভদ্রতা ভাজ করে রেখে আমি কুকুর
এবং আয়নাতে আমাকে আমি চিনতে পারি না!
যখন দারুন সন্তুষ্টিতে হল্লা করবে অহল্যা
নতুন নিশানায় হাসির তীর ছুড়বে,
আমি তখন কাঠের পুতুল হয়ে থাকতে চাই না
বরং কলিং-বেলের মতো প্রকাশ্য-প্রেমিক হতে চাই!
বিষয়: সাহিত্য
৮২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিছানার প্রাচ্য ও পাশ্চাত্যে এপাশ-ওপাশ
ভাদ্রের ভদ্রতা ভাজ করে রেখে আমি কুকুর.... ভালো লাগলো অনেক ধন্যবাদ সুমন স্যার।
মন্তব্য করতে লগইন করুন