প্লাস্টিকের শুভেচ্ছা বন্ধুরা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ আগস্ট, ২০১৫, ০৫:৩৭:৫৮ বিকাল
প্লাস্টিকের চেয়ারে বসে প্লাস্টিকের কলমেই প্লাস্টিক নিয়ে এই লেখাটা শুরু করলাম। প্লাস্টিক নিয়ে ভাবতে ভাবতে তৃষ্ণা পেল, প্লাস্টিকের মগে পানি খেয়ে প্লাস্টিকের চিরুনীতে চুল আচড়ে প্লাস্টিকের চপ্পলটা পরে ছাদে উঠলাম; আমি দেখলাম প্লাস্টিকের ট্যাংকে শ্যাওলা জমেছে, এখান থেকেই নিচে নেমে গেছে প্লাস্টিকের পাইপ, প্লাস্টিকের ভাঙা বালতিকে বানানো হয়েছে ফুলের টব, প্লাস্টিকের দোলনায় দুলতে দুলতে মনে হলো লাইফটাই পুরা প্লাস্টিক; লেখাটা ভুলে শেষ করা হয় নি মনে হতেই ফিরে এলাম নিচে হালকা হবার জন্য বাথরুমে গেলাম, প্লাস্টিকেরা হেসে উঠলো দরজা হতে লোটা পর্যন্ত--- আমিও হাসলাম প্লাস্টিক-হাসি! বারান্দায় গেলাম সহজার প্লাস্টিকের খেলনাগুলো আদর পাবার জন্য হাত বাড়িয়ে দিলো, আদর দিয়ে শোকেসের কাছে দাড়িয়েছি-- তানিয়া আর আমার বিয়ের ছবি, প্লাস্টিকের ফ্রেমে, কাচটা ফেটে গেছে এরপাশেই কিছু প্লাস্টিকের ফুল। ডাইনিং এবং কিচেনে গেলাম না, জানি ওখানেও ওয়েট করছে অনেক প্লাস্টিক সামগ্রী।
আজ তো বন্ধু দিবস, প্লাস্টিকের শুভেচ্ছা বন্ধুরা!
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আদর্শিক সুন্দর জীবন গঠনে প্লাস্টিকের চরিত্র বড়ই শিক্ষণীয়!!
মন্তব্য করতে লগইন করুন