তুরাগের তীরে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৪ জুলাই, ২০১৫, ০৪:৩২:১৮ বিকাল



বর্ষার এই তুরাগ তীরেই লাগছে ভালো

ফটকা-ফ্যাক্টরীরা ওর দেহে ঢালছে কলংক-কালো

ওরে ও তুরাগ নদী,

আমার মা হতে যদি!

এভাবে কী পারতে

একদম ভুলে যেতে!

এখন তুমি শহুরে শাড়ির আচল হয়েছো শুধু

তোমার কথায় প্রমিত বাংলার মধূ!

মাঝে দু'চারটা ইংরেজী টাসটাস

দুই পাড়ে জমেছে, কত শেয়াল, শকুন, খট্টাস

এদের বিষ্ঠায় প্রতিশীতে তুমি বদলে যাও নর্দমায়

তোমায় চেনা যায়, কেবল বর্ষায়

বর্ষার এই তুরাগ তীরেই লাগছে ভালো

এখানে বাবার সাথে স্মৃতিময় অনেক আলো

আর আমি কোথাও যাবো না, মামা

গায়ে পাপে পুরানো জামা!

সেই পুরানো নাক, মুখ, চোখ, চোয়াল

পুরানো পোড়া কপাল!

গেলেই দূরে সরে যায় নতুন আকাশ

নতুন অবকাশ

পুরানো ধানক্ষেত, প্যাক-কাদা গেছে

তাল-তেঁতুল, বট-হিজলেরা হারিয়েছে

এই গ্রামের নতুনমুখেরা চেনেনা আমায়

অথচ এই লালমাটির চিহ্ন আমার যৌবনের জামায়

বর্ষার এই তুরাগ তীরেই লাগছে ভালো

এখানে স্মৃতিময় অনেক আলো, সামনে আগাই চলো!

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329952
১৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৯
বেআক্কেল লিখেছেন : তওবা, তওবা, তওবা, আমনে তুরাগেরে লইয়া এইটা কোন ধরনের কবিতা লেখলেন! কান্ডজ্ঞান আছেনি? বছরের একটা দিনে এই শুকনা তুরাগের তিরে লাক লাক মানুষ পাপ কমানোর লাইগা জন্য জমা হয়। দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রীরা নববধুর মত ঘোমটা টাইনা বসে।

সেই তুরাগেরে লইয়া এই ধরনের গুনী কবিতা সহ্য করা হইবে না। কবিতা তুইলা লন, নইলে ইসলামী শুশিল ফখরুল ইসলাম রে খবর দিব।
১৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০১
272603
সুমন আখন্দ লিখেছেন : Prayingঅনেক রাগ মনে হলো Happy
329984
১৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০১
272604
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ Praying
330007
১৫ জুলাই ২০১৫ রাত ০১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন নদি এথন নয় মুক্ত!
১৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০১
272605
সুমন আখন্দ লিখেছেন : Broken Heart Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File