আত্মজীবনী
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জুলাই, ২০১৫, ১০:২৩:৩৭ রাত
উড়া ধুড়া চিল্লাতে থাকো ঝিঁঝিঁ-পোকা
একদিন তুমি হয়তো প্রভাষক হিসেবে নিয়োগ পেতে পারো!
ঘ্যাঙরঘ্যাঙ ডাকতে থাকো ব্যাঙ
খুব শীঘ্রই তুমি সবেতনে শিক্ষাছুটি পেতে পারো!
গোঁয়ার্তুমী করতে থাকো গুঁবড়ে-পোকা
অচিরেই তুমি সহকারী-অধ্যাপক পদে প্রমোশন পেতে পারো!
ফুরুৎফারুৎ উড়তে থাকো তেলাপোকা
সহজেই তুমি সহযোগী-অধ্যাপক হিসেবে আপগ্রেডেড হতে পারো!
ইজলবিজল পিছলাতে থাকো বাইংমাছ
একদিন তুমি হয়তো অধ্যাপক হয়ে যেতে পারো!
হুক্কাহুয়া ডাকতে থাকো শেয়াল-পন্ডিতেরা
পর্যায়ক্রমে প্রক্টর প্রভোস্ট ভিসি হয়ে যেতে পারো!
তিড়িংবিড়িং লাফাতে থাকো ঘাসফড়িং
একদিন তুমি হয়তো কূটনীতিক হিসেবে পোষ্টিং পেতে পারো!
পোশাকের মতো রঙ পাল্টাতে থাকো গিরগিটি
একদিন তুমি হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারো!
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন