আত্মজীবনী

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জুলাই, ২০১৫, ১০:২৩:৩৭ রাত



উড়া ধুড়া চিল্লাতে থাকো ঝিঁঝিঁ-পোকা

একদিন তুমি হয়তো প্রভাষক হিসেবে নিয়োগ পেতে পারো!

ঘ্যাঙরঘ্যাঙ ডাকতে থাকো ব্যাঙ

খুব শীঘ্রই তুমি সবেতনে শিক্ষাছুটি পেতে পারো!

গোঁয়ার্তুমী করতে থাকো গুঁবড়ে-পোকা

অচিরেই তুমি সহকারী-অধ্যাপক পদে প্রমোশন পেতে পারো!

ফুরুৎফারুৎ উড়তে থাকো তেলাপোকা

সহজেই তুমি সহযোগী-অধ্যাপক হিসেবে আপগ্রেডেড হতে পারো!

ইজলবিজল পিছলাতে থাকো বাইংমাছ

একদিন তুমি হয়তো অধ্যাপক হয়ে যেতে পারো!

হুক্কাহুয়া ডাকতে থাকো শেয়াল-পন্ডিতেরা

পর্যায়ক্রমে প্রক্টর প্রভোস্ট ভিসি হয়ে যেতে পারো!

তিড়িংবিড়িং লাফাতে থাকো ঘাসফড়িং

একদিন তুমি হয়তো কূটনীতিক হিসেবে পোষ্টিং পেতে পারো!

পোশাকের মতো রঙ পাল্টাতে থাকো গিরগিটি

একদিন তুমি হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারো!

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328905
০৬ জুলাই ২০১৫ রাত ১১:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মাশাআল্লাহ খুব সুন্দর লিখেছেন। হলে হউক তাতে কার বাপের কি Big Grin Big Grin
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০২
271234
সুমন আখন্দ লিখেছেন : কি কি কি Waiting
328929
০৭ জুলাই ২০১৫ রাত ০১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু চেতনাটা জরুরি!!
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০২
271235
সুমন আখন্দ লিখেছেন : Broken Heart
329096
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। শিরোনাম দেখে ভাবলাম জীবনীটি কয়েক ঘন্টা পড়তে হবে কিন্তু.....।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:২০
271400
সুমন আখন্দ লিখেছেন : আর্জেন্টিনা থেকে গম আনলে নাকি এত খারাপ হতো না.Tongue
329359
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওসব না করলে কি আর পদ পাবে? দালালি আর তেল মারা বিদ্যাটাই যে রপ্ত করেছে? পিলাচ পিলাচ পিলাচ
১৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৯
272209
সুমন আখন্দ লিখেছেন : Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File