তুমি বন্ধু বলেই আমার আর শত্রু লাগে না

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ জুলাই, ২০১৫, ০৪:১২:৫২ বিকাল

হে ভারত,

করে কত কসরত!

তোমায় দিলাম আমের আদর

আমি চাটলাম ছোলা;

আমি হলাম দোলনার দড়ি

তোমায় দিলাম দোলা

আমারে তুমি ইউজ কর

দাও গালি, জাউরা পোলা!

হে ভারত,

আর কত শুটিং-মহরত!

ছাতু খাওয়ার পর পানির জন্য জান পেরেশান

তোমার জন্য ছিল আমার তেমনই টান;

শশা খাওয়ার পর লাগে না আর পানি

আমারে তুমি এমনই জানো জানি!

তুমি মহাসাধু, আমি অতিচোর

বাংলাদেশ তোমার ন্যাচারাল করিডোর!

হে ভারত,

এটা আমার নিজস্ব মত!

তুমি বন্ধু বলেই আমার আর শত্রু লাগে না

তোমার জন্য তাই আর প্রেম জাগে না!

বিষয়: সাহিত্য

৮৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328584
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা যে আমড়া গাছে আম চাইছি!!!

টোনা নাকি ঠ্যাং কাটছে??
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৩
270815
সুমন আখন্দ লিখেছেন : নিশ্চিত থাকেন, এইবারও সে পূর্বের মতই নিজের থুথু চেটে খাবে !
328609
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি হলাম দোলনার দড়ি
তোমায় দিলাম দোলা Applause
০৫ জুলাই ২০১৫ রাত ০৯:৫৬
271021
সুমন আখন্দ লিখেছেন : Happy Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File