এমন হাসিনি অনেকদিন তোর কাছে তাই অনেক ঋণ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ জুন, ২০১৫, ১১:০১:১৭ সকাল
মুস্তাফিজ তুই কী রে ভাই
পাহাড় পুড়িয়ে করে দিলি ছাই!
তোতা-মুখেরা গেল ভোতা হয়ে
ধনী পালায় গরীবের গুঁতা খেয়ে
মুস্তাফিজ মুস্তাফিজ
তুই আসলে বাঘের বীজ
এমন করে আর কেউ পারে নাই
মুস্তাফিজ তুই কী রে ভাই!
মুস্তাফিজ তুই কী রে ভাই
বলদ-ষাঁড়েরে করে দিলি গাই
কত যে তোর বোলিং-ভেরিয়েশন
ক্রিকেট চিনলো নতুন সেনসেশন
মুস্তাফিজ মুস্তাফিজ
ষোল-কোটি গলায় একটা তাবিজ
পেয়েছি অনেক, আরও পেতে চাই
মুস্তাফিজ তুই কী রে ভাই!
বিষয়: বিবিধ
৮৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন