দোয়া করেছি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ জুন, ২০১৫, ১০:০৮:১৩ সকাল
দোয়া করেছি ঢাকার জন্য যেন ওর জ্বর কমে যায়!
চিটাগাং-এর যেন খাটুনি একটু কমে;
সিলেটের যেন শান্তি বজায় থাকে;
খুলনার যেন রূপ-লাবন্য বাড়ে;
ছিটমহলবাসীর জন্য দোয়া
আদিবাসীদের জন্য দোয়া
দোয়া করেছি সুন্দরবনের জন্য; বান্দরবান-মধূপুর-লাউয়াছড়ার জন্য
দোয়া করেছি তিতাস-বিবিয়ানা-হরিপুরের জন্য!
দোয়া করেছি রাজশাহীর জন্য ও যেন মরুভূমি না হয়!
রংপুর যেন বেশিদিন আর গৃহপালিত না থাকে;
বরিশালে যেন আইতে -যাইতে শাল না লাগে;
স্পেশাল দোয়া করেছি গোপালগঞ্জের জন্য---
টেকনাফ হতে তেঁতুলিয়ার জন্য দোয়া
রূপসা হতে পাথুরিয়ার জন্য দোয়া
দোয়া করেছি তিস্তার জন্য, পদ্মা-মেঘনা-সুরমার জন্য
দোয়া করেছি বঙ্গোপসাগরের জন্য!
দোয়া করেছি সবার যেন মঙ্গল হয়,
দোয়া করবেন, আমার দোয়া যেন কবুল হয়!
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টেকনাফ টু তেতুলিয়া দিয়েই শেষ
কিন্তু রাজশাহী তো অলরেডি মরুভূমি হয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন