উত্তরহীন রাত্রিদিন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ জুন, ২০১৫, ০৯:৩১:১০ সকাল
সবাই শুধু ঠকাতে চায়
এবং নিজে খালি জিততে চায়,
ভালবাসতে চায় না কেউ
কেউ কেউ চাইলেও পারে না!
কেন পারে না? কেন পারবে না?
প্রশ্ন করেছিলাম দাদাকে--
ঢাকায় মানুষ কেন থাকে?
এখানে শুধু প্যাচাপেচি
খিস্তি-খেউড় খেচাখেচি
সুস্থ কথা কেউ বলে না
কেউ কেউ বলতে চাইলেও পারে না!
কেন পারে না? কেন পারবে না?
প্রশ্ন করেছিলাম বাবাকে--
ঢাকায় মানুষ কেন থাকে?
এখানে হৃদয়গুলোর ভেতরে রড
উপরে সিমেন্ট-বালুর পলেস্তারা
ভালো আছে রাজপথ, ভালো নেই রাস্তারা
ভালো থাকতে চাইলেও পারে না!
প্রতিটা দীর্ঘশ্বাসের ফাঁকে
এই প্রশ্নটা লুকিয়ে থাকে---
ঢাকায় মানুষ কেমনে থাকে?
বিষয়: সাহিত্য
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন