গতানুগতিক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ মে, ২০১৫, ০৬:০১:৫৩ সন্ধ্যা
জানিস, আজ সকালে কি হয়েছে?
একটা মোরগ ডেকে উঠেছে,
ডাকে আমার ঘুমটা ভেঙেছে
দেখি পূবের আকাশ লাল হয়েছে
একটু পরেই সূর্য উঠেছে
ঝলমলিয়ে রোদ্র উঠেছে
ক্লাশে যাবার সময় হয়েছে!
জানিস, আজ দুপুরে কি হয়েছে?
রোদের চোটে গরম লেগেছে
ঘামে জামা ভিজে গিয়েছে
ক্লাশও তখন শেষ হয়েছে
বাড়ি ফিরেই ক্ষুধা লেগেছে
বউয়ের রান্না শেষ হয়েছে
খাওয়ার পরেই ঘুম পেয়েছে!
জানিস, আজ বিকেলে কি হয়েছে?
দেখি একটু মেঘ করেছে
একটু পরেই কেটে গিয়েছে
লেখার নেশা মাথায় এসেছে
লিখতে লিখতে ঘোর লেগেছে
মেয়ের ডাকে ঘোর ভেঙেছে
হঠাৎ দেখি সন্ধ্যা নেমেছে!
বিষয়: সাহিত্য
৮৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটা ভাল্লগেছে।
আমি তারে ভয় পাই
আমরা ঝগড়া করি আবার ভালা পাই===
মন্তব্য করতে লগইন করুন