হাসতে থাকেন---
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ মে, ২০১৫, ০১:০৫:১০ দুপুর
ভাইজান, একটু দাঁড়ান!
আপনি কি হাসতে পারেন?
বাহ! বাহ! আরেব্বাহ---দারুন তো!
আপনার হাসি দূরন্ত
ফুলের মতো ফুটন্ত
ঘোড়ার মতো ছুটন্ত
ট্রেনের মতো চলন্ত
আপনার জীবন্ত হাসি
মোচের নিচে ঝুলন্ত হাসি!
সাব্বাস ভাই, হাসতে থাকেন আওয়াজ শুনি
চালিয়ে যান আমি গুনি---
হুম হুম--- দাঁত গুনবো
কয়টা দেখায়?
কেমন দেখায়!
কয়টা হলুদ? কয়টা ফাঁকা?
কয়টা সোজা? কয়টা বাঁকা?
আহা, ভাই থামলেন কেন?
এদিক ফিরেন, আবার হাসেন!
ভাইজান কি দিয়ে দাঁত মাজেন?
ব্রাশ নাকি মেসোয়াক
মাজার পরে গার্গেল-ওয়াক
দিনে কয়বার মাজেন ভাই?
এমন ফকফকা আর দেখি নাই!
টুথ-পাউডার না পেষ্ট, দেশী না বিদেশী জিনিস
জার্ম-টার্ম এক্কেবারে ফিনিস!
শরম পাইছেন মনে হয় বেশ
আপনারেই খোঁজে বাংলাদেশ!
আবার হাসেন, হাসতে থাকেন---
হায়েনার মতো!
বিষয়: সাহিত্য
৭৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসতে হাসতে পেটটি ব্যাথ্যা
মুখে যাবে মাছির মাথা
হাসতে জানি সত্য কথা
সুস্বাস্থ্যের প্রাচীন প্রথা!!
মন্তব্য করতে লগইন করুন