রাগ করবো না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ মে, ২০১৫, ১২:০৪:১৫ দুপুর
রাগ করা ছেড়ে দিয়েছি আজকাল,
পান থেকে চুন খসলে তো না-ই
সুপারী, জর্দা, খয়ের, অথবা আরও মশলা
এমন কি পুরো পান খসে গেলেও রাগবো না
গায়েই মাখবো না!
কি দরকার, অযথা টেনশন নিয়ে
আমি তো ভাই ভালোই আছি!
--- হয়ে মৌমাছি
কোনকিছুতেই আর রাগ করবো না ভাবছি
কেউ শুনলে শুনুক, না শুনলে না শুনুক
মানলে মানুক, না মানলে না মানুক
পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক
বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক
পথে নামলে নামুক, না নামলে না নামুক
আমলে নিবো না, ওসব নিয়ে ভাববোই না
কোনক্রমেই রাগ করবো না!
কি দরকার, খালি খালি প্রেসার নিয়ে
আমি তো ভাই ভালোই আছি!
--- হয়ে দুধমাছি
রাগ করবো না তার কারণ একটাই
আমি আসলে জিততে চাই!
রাগ করবো না, করবো না, করবো না
যার যা খুশি করুক, বাঁধা দিবো না!
কিছুদিনের জন্য বোবা হয়ে গেলে ভালো হতো
বধির হলেও ভালো হতো
অন্ধ হলে আরও ভালো হতো
এখন এই অসুস্থ দেশে
প্রতিবন্ধিরাই সবচেয়ে ভালো আছে
বিষয়: সাহিত্য
৯০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিবন্ধিরাই সবচেয়ে ভালো আছ
একমত
মন্তব্য করতে লগইন করুন