হাসি পায়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ এপ্রিল, ২০১৫, ১২:০২:৪৪ দুপুর
জানিনা আপনাদের কি হয়,
আমার তো খালি হাসি পায়
বগলের নিচে, পায়ের নিচে
কারা যেন খালি কাতুকুতু দ্যায়!
বন্দুকযুদ্ধ--শুনলে হাসি পায়
সুষ্ঠু নির্বাচন--শুনলে হাসি পায়
গণতন্ত্র রক্ষা--শুনলে হাসি পায়
বিচার হবে--শুনলে হাসি পায়
মানবাধিকার--শুনলে হাসি পায়
তথ্যাধিকার, ভোটাধিকার–শুনলে হাসি পায়
সুশাসনের কথা--শুনলে হাসি পায়
বিরোধী দলের কাহিনী--শুনলে হাসি পায়
দুদকের বকবক--শুনলে হাসি পায়
টকশোর টক--শুনলে হাসি পায়
বিচারকের রায়--শুনলে হাসি পায়
ডিজিটালে টাল--শুনলে হাসি পায়
সংবাদপত্রের স্বাধীনতা--শুনলে হাসি পায়
জানিনা আপনাদের কি হয়,
আমার তো খালি মুখে চুলবুলায়
পাও দাপিয়ে, পেট কাঁপিয়ে
কেবল হাসি পায়,
হাসতে হাসতে কান্না পায়!
বিষয়: সাহিত্য
৮২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি খুবই মর্মষ্পর্শী কবিতা লিখ ।
মন্তব্য করতে লগইন করুন