কিছু কষ্ট আছে যেগুলোকে নষ্ট করতে হয় ঈশ্বরের মতো একা একাই--

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ এপ্রিল, ২০১৫, ০৮:০০:০০ রাত

তোমার অনেক কাজ, অনেক ব্যস্ততা

পিঁপড়ের মতই তোমাকে থাকতে হয় সদলবলে

সবজায়গাতেই তুমি ডালপালায় কানেকটেড

তুমি সারাক্ষণ ভিড়-ভাট্টায়

ইউ আর এনজয়িং একমপ্যানি

যতই আড্ডাবাজ হও না তুমি

চায়ের দোকান, শপিং-মল, সাইবার ক্যাফে, সেমিনার-সিম্পোজিয়ামে

বেশ সরব থাকো, বেশ লাইভ থাকে গলার টোন

বাট আফটার অল দিজ ইউ নিড টু বি এলোন

কিছু কিছু কষ্ট আছে যেগুলোকে নষ্ট করতে হয় ঈশ্বরের মতো একা একাই---

শহর তোমাকে আরও সঙ্গপ্রিয় করেছে

মৌমাছির মত তুমি বানিয়েছো এপার্টমেন্ট লাইফ

আশেপাশে তুমি দেখতে চাও চেনা-জানা-মুখ

সারাক্ষণ ঘিরে থাকুক পরিচিতজন,

তুমি বল, 'লাইফ ইজ নাথিং বাট টিম-ওয়ার্ক'

ফোন, মেইল, এফবি, টুইটার, হোয়াটসআপ, ভাইবারে

যতই তোমার ফ্রেন্ড-সার্কেল থাকুক না কেন

গার্লফ্রন্ড, জানের দোস্ত, মা-বাবা, ভাই-বোন

বাট সামটাইম ইউ নিড টু বি এলোন

কিছু কিছু কষ্ট আছে যেগুলোকে নষ্ট করতে হয় ঈশ্বরের মতো একা একাই---

বিষয়: সাহিত্য

৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File