চেঞ্জ চাই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৫ এপ্রিল, ২০১৫, ১০:০৪:১৫ সকাল
তোদের কথা শুনতে শুনতে
কান পঁচে গেল
পর্দা ফেটে গেল
প্যানরপ্যানর প্যানপ্যানাই
চেঞ্জ চাই!
চেঞ্জ চাই!
নতুন কথা শুনতে চাই!
তোদের ছবি দেখতে দেখতে
চোখ নষ্ট হল
কর্নিয়া নষ্ট হল
লটরপটর লটলাটাই
চেঞ্জ চাই!
চেঞ্জ চাই!
নতুন ছবি দেখতে চাই!
তোদের গন্ধ নিতে নিতে
নাক জ্বলে গেল
ফুঁসফুস ময়লা হল
সিকসিক স্মেল পাই
চেঞ্জ চাই!
চেঞ্জ চাই!
নতুন গন্ধ নিতে চাই!
বিষয়: সাহিত্য
১০৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেঞ্জ নাই!
মন্তব্য করতে লগইন করুন