রাণীকারতন্ত্র
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ মার্চ, ২০১৫, ০৯:২৭:৪২ সকাল
উত্তরে বন্দনা করি তেঁতুলিয়া শহর
দক্ষিণে বন্দনা করি নাফ নদী, সাগর
পূবেতে বন্দনা করি পূবের পাথুরিয়া
পশ্চিমে বন্দনা করি রূপসা রূপসিয়া
চারকোনা বন্দনা করি স্থির করলাম মন
রাণীকারতন্ত্রের বর্ণনা করিবে সুমন।
আহারে!
দেশের মানুষ গুলির মুখে, কান্দে অনাহারে
সমঝোতার কথা সবাই বলে বারেবারে
সে শোনে না কারো কথা, একচোখা ডাইনি
স্বৈরাচাররে সাথে নিয়া কত যে কাহিনী
সবাই জানে সে সব কথা, কি বলিব আর
সারাদেশের জেলখানাতো সাক্ষ্য দিছে তার,
হামলা-মামলা চলছে গুম-খুন, চলছে জুলুম
আমজনতা বিরোধীনেতা হয়েছে মজলুম
তবু আমরা করছি আশা, হবে বোধোদয়
নতুন আলোয় ঝলমলিয়ে হবে সূর্যোদয়!
বিষয়: সাহিত্য
৮৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন