আমারও ইচ্ছা নায়ক হবো, মহানায়ক হবো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ মার্চ, ২০১৫, ০৮:৩৮:২০ সকাল
আপনি মঞ্চের উপরে, আমি নিচে
আপনি ক্যামেরার সামনে, আমি পিছে
আপনি বক্তব্য বলেন, আমি শুনি
আপনি স্বপ্ন দেখান, আমি গুনি
আপনি মুচুমুচু হাসেন, আমি দি হাততালি
আপনার বড় বড় পদে, কত কত আরদালি
দুঃখের কথা কারে কবো,
আমারও ইচ্ছা নায়ক হবো, মহানায়ক হবো!
আপনি হলেন ফাউন্ডার ফাদার
আপনার ঘরেই ফাউন্ডার মাদার,
আপনি মানেই একটা প্রতিষ্ঠান
আপনাকে ঘিরেই কত অনুষ্ঠান
আপনার লেখা, পাঠকের মন কাড়ছে
আপনার ভক্ত অবিরত বাড়ছে
একদিন আপনাকে হারিয়ে দিবো,
আমারও ইচ্ছা নায়ক হবো, মহানায়ক হবো!
বিষয়: সাহিত্য
৮৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন