আজব দেশে আছি রে ভাই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ মার্চ, ২০১৫, ১২:৪৯:২৯ দুপুর
আজব দেশে আছি রে ভাই
আজব দেশে আছি!
অপোজিং হাতি গুম হয়ে যায়
ওড়ে রুলিং মাছি!
রুলিং মাছি করে ভন ভন
বমন করে টনকে টন;
ওসব গিলেই বাঁচি!
আজাব নিয়ে আছি রে ভাই
আজব দেশে আছি!
কচু দিলেও খাই তরকারী
বলি, অবৈধ বাট দরকারী
চোখ মেলে মেলে খেলি কানামাছি
আ-জীব হয়ে আছি রে ভাই
আজব দেশে আছি!
বিষয়: সাহিত্য
৯৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুন গুম চুরি মিলে চলছে দেশটা বেশ।
শেখ মুজিবের পরে এখন নেত্রী আমার হাসিনা
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন