হে স্বাধীনতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ মার্চ, ২০১৫, ০৯:২১:৫৪ সকাল
হে স্বাধীনতা,
কথিত স্বপক্ষরা এসেছিলো মাঝরাতে
দিয়েছে দামী তোড়া, ফুলের তবক
ওরা তোমায় অর্ঘ দিয়েছে
লোভী-দেবী বানিয়েছে;
আর আমাকে ওরা বিপক্ষ বানিয়েছে
বিচার করবে বলে, দিয়েছে ধমক!
হে স্বাধীনতা,
ভয়ের মাংস আমার শরীরে নেই
ভয়কে ভাবি, অনর্থক জঞ্জাল
ফজরের সেজদা শেষ করে
মোরগ-ডাকা ভোরে
আমি এসেছি খালি পায়ে খালি হাতে
পকেটে শুকনা বকুলের কংকাল!
হে স্বাধীনতা,
তোমায় আমি স্বপ্ন দেখি
স্বপ্নে সাজাই অন্যভাবে অনুভবে
আবার সবাই এক হবে, এক হবে!
হে স্বাধীনতা,
দিন পেরোলেই তুমি ‘গতকাল’
আর কতকাল তুমি রবে নীরবে!
বিষয়: বিবিধ
৭৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন