ধুলোবালি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫২:০৯ সন্ধ্যা
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার এক শিক্ষকের মুখে শুনেছিলাম, ইবনে খালদুন নাকি বলেছিলেন-'পৃথিবীতে ধুলোবালির যন্ত্রণা না থাকলে বেশির ভাগ মানুষ সহস্রায়ু হতেন'। উনচল্লিশ বছরের অভিজ্ঞতায় আমারও মনে হয় অন্তত একশ বছর আয়ু খেয়ে ফেলেছে এই ধুলোবালি।
০২.
গতকাল বাসায় ঢুকে দেখি বন্ধ দরজা-জানালার ফাঁক গলে মিহি ধুলোবালির আস্তর পড়েছে ঘরের আসবাব, মেঝে, বই-খাতাসহ প্রতিটি জিনিসে। বারান্দায় গিয়ে দেখি যেসব ধুলোবালি একটু মোটা তারা আস্তানা গেড়েছে; আমাকে দেখে এরা খুব বিরক্ত মনে হলো!
মোটামুটি অর্ধেক-দিন লেগে গেল ধুলোবালি পরিস্কার করতে; ঝাড়ু চালাতে চালাতে ক্লান্তি আসলে রবীন্দ্রনাথের গানটি গেয়ে চাঙা হলাম, "আমার এ ঘর বহু যতন করে, ধূতে হবে মুছতে হবে মোরে---"
০৩.
৫ই জানুয়ারীর পরে বাংলাদেশের গনতন্ত্রের উপর যে ধুলোবালির আস্তর পড়েছে তা সহজে যাবে না; সবাই মিলে হাত লাগালেই এই কাজটা সহজ হবে। যে-ই আসুক, নির্বাচিত হয়ে আসুক!
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিতকালে ধুলাবালির হাত থেকে মুক্তি নাই কোথাও!!
উক্তিটি ইবনে খালদুন এর নয় ইবনে সিনা অথবা আল নাফিস এর ।
মন্তব্য করতে লগইন করুন