দুই হাজার চৌদ্দ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ ডিসেম্বর, ২০১৪, ০১:০১:৩৫ দুপুর
বছরের সেরা জুটি
রাজাকার-রানীকার
ফাঁসি হয়, হয় না
কোষ্ঠকাঠিন্য জানি কার?
বছরের সেরা প্রেম
রুবেল আর হ্যাপি
নাম-ডাক ছড়িয়েছে
পুরা দেশব্যাপী!
বছরের সেরা বিয়া
হনুফা-হনুমান
পাথরেও ফোটে ফুল
আর নয় অনুমান!
বছরের সেরা থ্রেট
কঠোর আন্দোলন,
এক দাম এক রেট
দেইখা লন বাইছা লন!
বিষয়: সাহিত্য
৯৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন