জিয়া জিয়া জিয়া জিয়া
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ ডিসেম্বর, ২০১৪, ১০:২৬:০০ সকাল
সবুজ ঘাসের মাঠ, ধানক্ষেত, তালগাছে বাবুইর বাসা
সবখানে ছড়িয়ে আছে, জিয়া তোমার ভালোবাসা
শত নদী, হাজারো খাল, কাশফুল, হোগলা বন
সারাবাংলার শরীরে তুমি থাকবে মিশে আজীবন,
বাংলাদেশী এই পরিচয়ে আমরা চিরদিন বেঁচে থাকবো
টেকনাফ-তেঁতুলিয়া, রূপসা-পাথুরিয়ায় সবাই মনে রাখবো!
শিশুর চিৎকারে জিয়া
তারুন্যের জোয়ারে জিয়া
বৃদ্ধের হাসিতে জিয়া,
মুক্তিযোদ্ধা জিয়া, বীরোত্তম জিয়া
জিয়া জিয়া!
জিয়া জিয়া!
সবুজ ঘাসের বুকে লাল সূর্যের হিয়া
জিয়া জিয়া!
জিয়া জিয়া!
বিষয়: সাহিত্য
১০২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জিয়া তুমি আছো মিশে
এক জিয়া অন্তরালে
লক্ষ জিয়া ঘরে ঘরে
মন্তব্য করতে লগইন করুন