নয়টি মাসের প্রতিদিনই তোমার কাছে জাতি ঋনী
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ ডিসেম্বর, ২০১৪, ০১:১৫:১৮ দুপুর
আজ মহান বিজয় দিবস। বিজয়ের রঙে রঙিন হোক জীবন।
বিজয়ের এই দিনে
জিয়া তোমায় মনে পড়ে--- একটা কবিতা লিখলাম। কেমন হলো জানাবেন
নয়টি মাসের প্রতিদিনই তোমার কাছে জাতি ঋনী
আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ায়
এদেশ হতেই অল্পদামে দাস-দাসীরা যায়
রানীকার এখন ক্ষমতায় বসা
যৌবতী হতে খায় কচি-শশা
তেমন দেশ হলো না তো আর যেমন চেয়েছো তুমি
সকল দেশের চাকরানী আজ আমার জন্মভূমি,
সুজলা নদী সুফলা জমি মরছে প্রতিনিয়ত
মরেও অমর শহীদ জিয়া, বাংলাদেশীরা নিহত
কোথায় তোমার মনোবল ছাত্রদল
বোধ-বুদ্ধি দিনে দিনে যাচ্ছে রসাতল
এদিক সেদিক হাতিয়ে হয়তো পকেট ভরা যায়
ঘরে বসে মুভি দেখে কি মুভমেন্ট করা যায়?
বীরোত্তম যোদ্ধা জিয়া, সাহসী দূর্বার
শত্রুকে পরাজিত তুমি করবে বারবার
নয়টি মাসের প্রতিদিনই
তোমার কাছে জাতি ঋনী
সবুজ মাঠের বুকে লালসূর্য যতদিন উঠবে
'শহীদ জিয়া' নামটিও সবার মুখে মুখে ফুটবে
সবার জন্য শুভ কামনা।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকল দেশের চাকরানী আজ আমার জন্মভূমি,
রাজাকার? রানীকার?
এই নিয়ে ক্যচাল চিরজীবঙ্কার
এর উত্তর জানা আছে কার?
মন্তব্য করতে লগইন করুন