বাংলাদেশের দুয়ার আর দয়ার সাগর হয়ে থাকবে না! খবরদার!!

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ মার্চ, ২০১৩, ০৩:৫১:৩০ দুপুর

খবরদার! মুক্তিযুদ্ধের স্বপক্ষ আর বিপক্ষ বলে আর বিদ্বেষ ছড়াবেন না দেশে। আমি এ দেশে জন্মেছি, দেশের প্রতি আমার পক্ষপাত আমরণ থাকবে! আপনারা যারা নানান দেশ ঘুরে বেটার লাইফ খোঁজেন, বাপ-ভাই খুন হয়েছে বলে প্রতিশোধ নিতে চান, ছেলে-মেয়েকে বাইরে সেটেল করান, ব্রিফ/বিগকেস ভরে টাকা পাচার করেন, বহু-নাগরিকত্ব লাভ করেন, আবার এদেশে মোড়লগিরি করেন- তাদেরকে বলছি- খুনের খেলা থামান! নাহলে ছাপ্পান্ন হাজার মাইল দৌড়ে এমন লাথি দেবো যে, যার যার পেয়ারের দেশে গিয়ে পড়বেন। বাংলাদেশের দুয়ার আর দয়ার সাগর হয়ে থাকবে না! খবরদার!!

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File