মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি হবেন ভিক্ষামন্ত্রী!
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ নভেম্বর, ২০১৪, ০৮:০৪:৩৭ সকাল
মাননীয় শিক্ষামন্ত্রী,
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই দিতে পারছেন
কিন্তু কোচিং বানিজ্য বন্ধ করতে পারছেন না!
দেখে আমাদের কষ্ট হয়!
স্কুলে স্কুলে শিশু ভর্তির হার বাড়াতে পারছেন
কিন্তু ঝরে পড়ার হার কমাতে পারছেন না!
দেখে আমাদের কষ্ট হয়!
বছর বছর পাশের হার বাড়াতে পারছেন
কিন্তু প্রশ্নফাস বন্ধ করতে পারছেন না!
দেখে আমাদের কষ্ট হয়!
মাননীয় শিক্ষামন্ত্রী,
আমাদের মান আর কত নামবে
শিক্ষকেরা তো ভিক্ষায় নামবে
আপনি হবেন ভিক্ষামন্ত্রী!
দিনে দিনে
জাতীর ভবিষ্যত তো নষ্ট হয়
দেখে দেখে
আপনারও কি কষ্ট হয়?
বড় জানতে ইচ্ছে হয়!
বিষয়: সাহিত্য
৭৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনি যাবেন দাদার দেশে!!!
মন্তব্য করতে লগইন করুন