আমি এ দেশে জন্মেছি, দেশের প্রতি আমার পক্ষপাত আমরণ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ মার্চ, ২০১৩, ১২:৪২:০৪ দুপুর
জানি, এ লেখা অযথা
কে শুনবে আমার কথা!
শুনবার কেউ নেই, বোমাগুলির শব্দে সবার কানে তালা
তবু আওয়াজ আসে, 'আগুন জ্বালা, আগুন জ্বালা'!
কার কাছে বলবো এ নারকীয়-খেলা থামান!
হিন্দু-বৌদ্ধ-খৃস্টান-মুসলমান, সব বাংলাদেশী সমান।
নিজের ঘরে লাগিয়ে আগুন কে কোথায় যাবে?
ঘৃণা করলে তুমিও ঘৃণা পাবে
ভালবাসলে ভালবাসা পেতে
নিজে সুখী হতে আর সবাইকে সুখে রাখতে।
আঙুলের কর গুনে কোন আহাম্মক হিসেব করে
আর কতটি লাশ হলে এটাকে গণহত্যা বলা যাবে?
আর কত সংখ্যালঘুর বাড়ি পোড়ানো হলে গৃহযুদ্ধ বলা যাবে?
এসব সংজ্ঞায়ন করছে কোন জ্ঞানপাপী!
তার মুখে আমার পদচিহ্ন রাখতে চাই
আমার হাত নিশপিশ করছে,
কেওকারাডং ছুড়ে মারব শাহবাগ চত্ত্বরে
এটাই হবে সব দালালের কবর
পুরো বঙ্গোপসাগর গিলে বমি করে দিব সংসদ ভবনের সদর দরজায়,
খবরদার!
মুক্তিযুদ্ধের স্বপক্ষ আর বিপক্ষ বলে আর বিদ্বেষ ছড়াবি না দেশে
আমি এ দেশে জন্মেছি, দেশের প্রতি আমার পক্ষপাত আমরণ!
তোরা যারা নানান দেশ ঘুরে বেটার লাইফ খুঁজিস,
বোন-দুলাভাইকে বাইরে সেটেল করাস,
টোফেল পড়িস, জিম্যাট পড়িস
দশ-বারোবার আইয়েলটস করিস
থার্টি-ফাস্ট নাইটে 'চিয়ার্স' বলিস,
ব্রিফকেস ভরে টাকা পাচার করিস,
রাজনৈতিক আশ্রয় চেয়ে ধান্দাবাজি করিস,
দ্বৈত-নাগরিকত্বের দরখাস্ত করিস,
আবার হুজুগ বুঝে এদেশে মোড়লগিরি করিস-
তোদের বলি- খুনের খেলা থামাতে বল তোদের ডাইনীকে!
নাহলে ছাপ্পান্ন হাজার মাইল দৌড়ে এমন লাথি দেবো যে,
যার যার পেয়ারের দেশে গিয়ে পড়বি।
বাংলাদেশের দুয়ার আর দয়ার সাগর হয়ে থাকবে না! খবরদার!!
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন