সেলফি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ অক্টোবর, ২০১৪, ০৪:২৪:০৬ বিকাল
আমার তোলা সেলফিতে
যেদিন প্রথম দিলা লাইক,
বাটা জুতা পরেও সেদিন
মনে হলো পায়ে ‘নাইক’
কারে কই, কারে জিগাই
ভাড়া করলাম মাইক!
ছুটলো দিলের বাইক
চুল হলো স্পাইক,
মনে মনে আমি সালমান
তুমি সালমা হাইক!
বিষয়: সাহিত্য
৯১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুমন ভাই না গাইলেও পুরাদমেই গায়ক
কবিতায় চলেন বলেন টক্ মিষ্টি কথা
ভেতর ভেতর মনে হয় আছে কিছু ব্যাথা
দেশকে নিয়ে ভাবেন তিনি যায় কিলিয়ার বুঝা
ছন্দে ছন্দে করেন যতো অসংগতি সোজা....,
***************************
সুমন সারের কবতে পরলে আমী কবী কবী মণে করি নিজকে...কি পইরলাম ঠিক থাকত পারিনা.... পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন