এই বসন্তে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২০:০৪ সকাল

আমার বুকে দ্বিফালা মরু

তোর বুকে ঢলঢলে সরোবর

আয়! কাছাকাছি এসে

দেখি হিসেব কষে।

আমি অপলক চোখে

আদেখলা চেয়ে থাকি

পঁটুয়া হয়ে তোরে আঁকি;

আমি সাধক-মুনি হয়ে

কাব্যে দেই ভাষা

গানে গাঁথি আশা;

আমার বুকে উদ্দাম ধুলিঝড়

তোর বুকে উত্তাল জলোচ্ছ্বাস,

আয় লীন হয়ে যাই

ফাগুনের ফুল ফোটাই!

তোর শাড়িপরা সাজ দেখে

সারা পৃথিবী দেহ তোলে

রোগ শোক দুঃখ পাপ ভোলে;

তোর বসন্ত বিকেলে

আঠাশ জানালা খোলা হাসি

কড়া নাড়ে রোমশ মন্দিরে আসি;

আমার পাঁজরে দাউ দাউ সুর

তুই কেমন হিম-হিমালয়,

আয় ওষ্ঠে ভালবাসা ঢালি

খেলি প্রেম প্রেম হোলি!

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File