ইতিহাস লেখা হবে তুমি বারোয়ারি বেশ্যা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ জুলাই, ২০১৪, ০৪:১৫:০৬ রাত

গতকাল আমার একজন ছাত্র একটা request করলো; আপনি ফিলিস্তিন নিয়ে একটা জ্বালাময়ী কবিতা লিখেন please please please!

আমি ওকে বল্লাম, ok I will try, but you need to translate it. সে এরপরে কিছু বলে নাই — দেখি সে কি করে!

ওকে ধন্যবাদ জানাচ্ছি! thank you Mustafizur Rahman Sakib; দেখো জ্বলে কি না?

কবিতাটি লিখতে গিয়ে অনেক কিছু জানতে হয়েছে, তথ্য যুগিয়েছে সহকর্মী Abulfozol M Zakaria এবং Masud Alam

ও ইজরায়েল!

ও বিটিশদের বার্স্টার্ড সাওয়াল!

আজরাঈল হবার অভিনয় করে করে আর কত রক্ত খাবে?

চিনেজোঁক কি পুরো পৃথিবী গিলে খাবে!

খেতে পারে কি?

পাপ ওর বাপেরেও ছাড়ে কি!

বসার জায়গা পেয়ে কিভাবে তোমরা শুয়ে পড়লে

পথের ফকির থেকে কিভাবে ডাকাত হয়ে গেলে

পৃথিবী জানে সেসব কাহিনী।

ও ইজরায়েল! ও ‘হাগানাহ’ বাহিনী!

এবার তোমার মুখে মরা-সাগরের পানি দেয়ার সময় হয়েছে

কে জানে, হয়তো আবার ‘মহামতি’ হিটলারের জন্ম হয়েছে!

ও ইজরায়েল! ও শয়তানের চেলা!

আর কত খাবে অনুদানের কলা!

হীরা কাটতে কাটতে হাত পাকিয়ে কাটছো মানুষের গলা

কাটো!

নিজের আঙুল্ও কাটো!

আসবে একদিন রক্ত ফিরিয়ে দেবার পালা–

ও ইজরায়েল! ও ইহুদীবাদের অবৈধ দেশ!

ফিলিস্তিনে বোমা মারলেই হবে না সব শেষ

প্রতি কণা বারুদের হিসেব দিতে হবে

প্রতিটা লাশের দাম দিতে হবে!

সফটওয়্যার নামের আন্ডারওয়্যারে যতই ঢাকো লজ্জা

একদিন জগত জানবে পেরিস-নিয়াহুর সহশয্যা

ফরাসীরা দিলো পরমাণু পায়েশ

আমেরিকা তোমার মিটালো খায়েশ

এরপরে! ইতিহাস লেখা হবে তুমি বারোয়ারি বেশ্যা

বিষয়: সাহিত্য

১০০১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245927
১৯ জুলাই ২০১৪ সকাল ০৭:৫২
সুশীল লিখেছেন : ;Winking ;Winking ;Winking
245943
১৯ জুলাই ২০১৪ সকাল ০৯:০৪
ভিশু লিখেছেন : কে জানে, হয়তো আবার ‘মহামতি’ হিটলারের জন্ম হয়েছে! - অসম্ভব নয়!
245957
১৯ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৪
আহ জীবন লিখেছেন : আরাকান নিয়েও জানতে বলুন আপনার ছাত্রকে।
245958
১৯ জুলাই ২০১৪ সকাল ১০:৩৮
শাহ আলম বাদশা লিখেছেন : এককথায় চমৎকার!! প্লাস!
245974
১৯ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৯
হতভাগা লিখেছেন : কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় । হিটলারের মত নৃশংস কাউকেই দরকার ইহুদীদের নিশ্চিন্হ করতে ।
246020
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
জারা লিখেছেন : এক কথায় Thumbs Up Thumbs Up Thumbs Up
246047
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
275155
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
আয়নাশাহ লিখেছেন : ইজরাইলের ভেতরে যখন 'মানুষ' এর জন্ম হবে তখন হয়তো ইজরাইলের একটা দফারফা হবে। শুরু হয়েছে এরকম মানুষের আনাগোনা। দেখুন


কবিতাটা একেবারে সুমনিয় কবিতা হয়েছে।
ধন্যবাদ।
279222
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১০
বিবেকের কান্না লিখেছেন : খুব সুন্দর হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File