শাহবাগনামা-৩
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৯:০২ সকাল
বুনোবাসনায় মেতেছে বাংলাদেশের বসন্ত-বাতাস
হতে হবে তেরোতে, যা হয়নি একাত্তরে!
'ফাঁসি চাই, ফাঁসি চাই' স্লোগান দিয়ে
রক্তপিপাসুরা বসে গেছে শাহবাগ চত্ত্বরে!
এরা লেজ নাড়ে, মিছিল করে
মুখে জয় বাংলা বুকে এনজয় বাংলা!
দেশী-বিদেশী দালালেরা সংহতি জানাচ্ছে
দেখে রাখো চিটাগাং, চিনে রাখো মংলা!
এরা নির্দ্ধিধায় লড়াই লড়াই লড়াই চায়
এরা মারতে চায়, এবং মরতে চায়!
এরা ভাষার মাসে আমার অক্ষরকে অপমানিত করে
'ক'-তে কামরুজ্জামান, 'ক'-তে কাদের মোল্লা,
দেশ নিয়ে এরা বিদ্বেষ ছড়ায়
এদের পাহারা দেয় সরকারী ঠোল্লা!
হুজুগে বাঙালী হবার তালিম নিচ্ছে
ডিসকো বারের গার্ল এন্ড বয়,
হয়তো এরাই হতে পারে রোল মডেল
সব সম্ভবের দেশে সবকিছু হয়!
এরা অহিংস অথচ অবলীলায় বলে যায় বারবার
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার!
ভালোবাসার মাসে ভালোবাসার বয়সে এরা খুনের নেশায় বুদ
জ্বালো জ্বালো, আগুন জ্বালো!
অথচ বাংলাদেশ ভাবছে আাঁধারে
কোথায় আলো, কোথায় আলো?
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন