রাতের মহাসাগরের কাছে সাঁতার তুচ্ছ হলেও

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ জুলাই, ২০১৪, ০৪:৪৫:৪৮ বিকাল

স্বাধীনতার পেটেই জন্ম নিল অবিশ্বাসের বীজ

পাঁজরে অবিশ্বাসী হাড়, বাঁকা হয়ে বসে আছে

নৌকার গলুই ভেঙে দিয়েছে সন্দেহের লগি,

ষড়যন্ত্রী-আগাছার ভারে ভরে গেছে ধানক্ষেত

ক্লাউনের খপ্পরে পড়েছে লাঙল, দাড়িপাল্লা তো দুর্জন!

দেখি না ভালো ভবিষ্যত

উপরে কালপুরুষের তরবারী

নিচে জোনাকীর আগুন,

রাতের মহাসাগরের কাছে সাঁতার তুচ্ছ হলেও

জীবনের ভেলা সুন্দর!

জোঁক, মশা, উড়াশের ভয়ে জীবন ছেড়ে দিলে চলে না

জীবন সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেচে থাকা

বিষয়: সাহিত্য

৮৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242584
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৯
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
242603
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File