আমি কবিতা লিখতে জানি না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জুলাই, ২০১৪, ১০:০৩:৪৫ রাত
কবিতা করবে জীবনের গান
কবিতা দিবে মজা ও ফান!
কবিতায় থাকবে মাটি
ছন্দে-সুরে হাঁটাহাটি
এমন কিছু লিখতে পারলাম না
আমি কবিতা লিখতে জানি না!
কবিতা লিখেছেন বড়ুচন্ডী, কানাহরি, মুকুন্দরাম, আলাওল
জয়দেব, গরিবুল্লাহ, ঈশ্বরচন্দ্র, মধূসুদন, রবীন্দ্র, নজরুল
কবিতায় থাকবে আগুন
উপমা-রূপকের ফাগুন
এমন কিছু লিখতে পারলাম না
আমি কবিতা লিখতে জানি না!
লিখে গেছেন বুদ্ধদেব, জীবনানন্দ, শক্তি, সুভাষ, শামসুর
সুধীন্দ্রনাথ, জয়গোস্বামী, আল-মাহমুদের লেখায় কত সুর
কবিতায় থাকবে বাতাস
অলঙ্কার-অনুপ্রাসের আকাশ
এমন কিছু লিখতে পারলাম না
আমি কবিতা লিখতে জানি না
সুকান্ত, সুকুমার, শঙ্খ, সুনীল, নীরেন্দ্র, দিলওয়ার- এরা পূর্বসূরী
সমীর, মহাদেব, নির্মলেন্দু, হেলাল হাফিজ- এরা যোগ্য উত্তরসূরী
কবিতায় থাকবে পানির ছলাৎ
মাত্রা-মিলের বিয়ে অকস্মাৎ
এমন কিছু লিখতে পারলাম না
আমি কবিতা লিখতে জানি না!
বিষয়: সাহিত্য
১০৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন