কবিতা কায়েম কর-৩

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ জুলাই, ২০১৪, ০২:১৬:২৩ দুপুর

ইশারায় ভাষা আছে তবু তোমার আশা নেই

পদ্য তোমার শ্বাস-প্রশ্বাসে, বিশেষ-বিশ্বাসে পড়

এবং কবিতা কায়েম কর!

দেয়ালিকা হতে দেয়ালে দেয়ালে কবিতা হাটুক!

প্রেসক্রিপশনের পাতায় পাতায় কবিতা উঠুক

প্রধানমন্ত্রী শপথ নিবেন ক্লাসিক কবিতার বই ছুঁয়ে

সেনা-নৌ-বিমানবাহিনী সম্মান দেখাবে আভূমি নুয়ে

বিচারপতি রায় শোনাবে আবৃত্তি করে

প্রেমের কবিতা দিতে হবে টিফিন-বক্সে ভরে

গবেষণাগারে পৌছে যাক কবিতার কিমিয়া!

তা নাহলে রানীকারের পায়ের সামনে বোমা হয়ে কবিতা ফাটবে!

অতএব বাঁচতে চাইলে কবিতা পড়

এবং কবিতা কায়েম কর!

হাইরাইজ বিল্ডিংয়ের বারান্দায় যেন দেখি কবিতার কামিজ!

কবিতায় লেখা হবে দলিল-দস্তাবেজ, কবজ-তাবিজ

গেলাসে-মগে কবিতা না খেলে

হবে না, হবে না ভাল ছেলে!

কবিতা না পড়লে অকাট-মূর্খ থেকে যাবে

অতএব বাঁচতে চাইলে কবিতা পড়

এবং কবিতা কায়েম কর!

কবিতা চাই কফিশপে, শপিংমলে, আড্ডায় অথবা বিশাল জনসভায়

গরুর হাঁটে বা বিদেশী বাণিজ্য-মেলায়,

গদ্যের গদগদভাব অথবা গোয়ার্তুমিতে

বাংলাভাষার কলিজা হতে কবিতা যেন না হারায়!

বিষয়: সাহিত্য

৬৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240891
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : কবিতা কায়েম করতে বলেছেন কিন্তু পড়তে বলেননি। তাই কায়েম করার পর একটা মন্তব্য দিয়ে গেলাম।
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
187034
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ
240941
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৬
ছিঁচকে চোর লিখেছেন : অসাম হয়েছে স্যার অসাম Thumbs Up, অনেক অনেক ধন্যবাদ
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
187035
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ
240974
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৯
ভিশু লিখেছেন : আপনার থিমগুলো ইউনিক!
ভালো লাগে...Happy Good Luck
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
187033
সুমন আখন্দ লিখেছেন : লেখনি এবং যুক্তির মধ্যে দম আছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File